শিক্ষা

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু হবে

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু হবে

আলী আহসান রবি : খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে প্রথম ধাপে ৯টি স্কুলে ডিজিটাল শিক্ষা কার্যক্রম শুরু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে।
প্রথম ধাপে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় তিনটি করে মোট ৯টি ই-লার্নিং স্কুলে ডিজিটাল প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

তিনি বলেন,

“আমাদের পার্বত্য চট্টগ্রামের ছেলেমেয়েরা ই-লার্নিং শিক্ষা গ্রহণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিকসসহ আধুনিক প্রযুক্তি শেখার সুযোগ পাবে এবং গ্লোবাল কমিউনিটিতে সরাসরি যুক্ত হতে পারবে।”

উপদেষ্টা আরও জানান, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস–এর নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে ১০০টি ই-লার্নিং স্কুল স্থাপনের লক্ষ্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

মঙ্গলবার বিকেলে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে “ই-লার্নিং স্কুল প্রতিষ্ঠা বাস্তবায়ন” বিষয়ক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন,

“ভৌগোলিক বৈচিত্র্য ও সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার বৈষম্য দূর করতে চাই।”

উপদেষ্টা জানান, নির্বাচিত স্কুলগুলোতে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং মোবাইল নেটওয়ার্ক ও ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে।
এ ছাড়া অবসরপ্রাপ্ত পেশাজীবী ও দক্ষ শিক্ষকরা অনলাইনে পাঠদান করতে পারবেন—এই বিষয়ে একটি বিশেষ নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও বলেন, বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষকের ঘাটতি পূরণের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, “এই ই-লার্নিং স্কুলগুলো পার্বত্য অঞ্চলের শিশুদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী মানসম্পন্ন ডিজিটাল শিক্ষার সুযোগ করে দেবে।”

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. সানাই প্রু ত্রিপুরা, যুগ্ম সচিব অতুল সরকার, যুগ্ম সচিব কংকন চাকমা, এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।