জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় উপজেলার আলমপুর ইউনিয়নের তেতুলতলা বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোনাববর হোসেন। সভায় উপস্থিত সাধারণ ভোটার ও স্থানীয় জনগণের মাঝে আসন্ন দ্বিমুখী নির্বাচন প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
রাষ্ট্রীয় সিদ্ধান্তে নাগরিকের সরাসরি অংশগ্রহণের তাৎপর্য ব্যাখ্যা।
নাগরিক দায়িত্ব: সঠিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান।
গণভোট ও নির্বাচন বিষয়ক কয়েকটি তথ্যবহুল ডকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে নাগরিক সচেতনতা অপরিহার্য। একই সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদানের সুযোগ পাচ্ছেন। এই প্রক্রিয়ায় সঠিক তথ্য জানা প্রতিটি নাগরিকের অধিকার।
উঠান বৈঠকটিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তেতুলতলা বাজারে উপস্থিত বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ গভীর মনোযোগের সাথে প্রজেক্টরে প্রদর্শিত ডকুমেন্টারিগুলো উপভোগ করেন। স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগের ফলে নির্বাচন ও গণভোট নিয়ে তাদের মনের অনেক অস্পষ্টতা দূর হয়েছে।