সাহিত্য ও সংস্কৃতি

শখের পুরুষ: পৃথিবীর সেরা মানুষের প্রতি উৎসর্গ

শখের পুরুষ: পৃথিবীর সেরা মানুষের প্রতি উৎসর্গ

            "শখের পুরুষ"
  ------------------★★-------------------    

      না ফুটফুটে সাদা তা নয় 
      ওই তো ঈষৎ কালো, 
      ডাগর চোখে কৃষ্ণ কোটর
      ধ্রুব-তারার আলো।

      হোক' না শূন্য হোক'না- রিক্ত
      তবুও শখের পুরুষ,
      আমার চোখের প্রথম দেখা
      পৃথ্বের সেরা মানুষ।

      যাই তাই বলুক মানসে তারে
      উষ্ক-খুষ্ক- চুলে,
      আমি যারে- রাখি আমার
      নয়ন ফোঁটা ফুলে।

      সেই পুরুষ'টা অন্যের হলে
      বুকটা খাঁ খাঁ করে,
      যৌবনিকা কেঁদে মরে
       ধুকধুকানি- জ্বরে।

       হ্যাঁ এ আমার শখের পুরুষ
       হোক'না যতই বোকা,
       মগজ জুড়ে সেই যে আমার
       তৃষ্ণা তিথির পোকা।

       ভালো বাসুক নাই বা বাসুক
       তবুও অরুণ- সূর্য, 
       তার জন্য মোর সংরক্ষিত 
       অফুরন্ত - ধৈর্য্য। 

      অক্ষি তারায় শখের পুরুষ 
      বিশ্বের বিষ্ময় আয়না,
      তারে কি আর যায়'রে ভোলা 
      করলে ভোলার বায়না।
    
      ✍️✍️✍️✍️✍️✍️✍️

      কলমে- শামীমা আক্তার

উৎসর্গ করলামঃ সেলিম মাহবুব 
সাংবাদিক ও নাট্য কর্মী কে।