খেলাধুলা

রোয়াংছড়িতে সেনা জোন কর্তৃক আয়োজিত এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

রোয়াংছড়িতে সেনা জোন কর্তৃক আয়োজিত এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

হ্লা চো হ্রি,


বান্দরবান সেনা জোন কর্তৃক আয়োজিত এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে রোয়াংছড়ি সদর ও নোয়াপতং ইউনিয়নের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রোয়াংছড়ি সদর ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ​সোমবার (১৮ আগস্ট) রোয়াংছড়ি উপজেলার একটি মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলা দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটে। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মুগ্ধ করে তোলে। ম্যাচের প্রথমর্ধে রোয়াংছড়ি সদরের পক্ষে একমাত্র গোলটি করে দলকে জয় এনে দেন তাদের আক্রমণভাগের এক খেলোয়াড়।
​খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, ০৫ বেঙ্গল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর ও অতিরিক্ত দায়িত্ব রোয়াংছড়ি উপজেলা), বান্দরবান জেলা পরিষদ সদস্য  লাল জারলম বম, নাংফ্রা খুমি, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ সাকের আহমেদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য মাওসেতুং তঞ্চগ্যা, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতি, রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান মেহ্লাঅং এবং নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান চনুমং মারমা। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর এম এম ইয়াছিন আজিজ (সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি, বান্দরবান)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও মাদক-মুক্ত জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এই ধরনের খেলাধুলার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে তিনি বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং বিজয়ীদের কে নগদ অর্থ চ্যাম্পিয়ন ২০ হাজার টাকা ও রানারআপ ১৫ হাজার টাকা করে ইউপি চেয়ারম্যান হাতে তুলে দেন।