স্বাস্থ্য ও লাইফস্টাইল

কুষ্টিয়ায় সাপের কামড়ে হাবিব নামে এক তরুনের মৃত্যু

কুষ্টিয়ায় সাপের কামড়ে হাবিব নামে এক তরুনের মৃত্যু

মোঃ মহর আলী : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রুবেল ব্যাপারীর ছেলে হাবিব (তরুণ) সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল রাত প্রায় ১০টার দিকে।

পরিবার সূত্রে জানা গেছে, বিষাক্ত সাপের কামড়ের পর তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও সেখানে প্রয়োজনীয় সাপের অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, ওই হাসপাতালে প্রায় ৮ মাস ধরে সাপের অ্যান্টিভেনমের সংকট চলছে।

স্থানীয়দের দাবি, কুষ্টিয়ার মতো গুরুত্বপূর্ণ হাসপাতালে দীর্ঘদিন ধরে অ্যান্টিভেনম না থাকায় ঝুঁকিতে রয়েছে গ্রামের মানুষজন। তারা দ্রুত এই সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছে