মোহাম্মদ আলী : নওগাঁ জেলায় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম নিয়ে। স্থানীয় জনগণ ও “নওগাঁ বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটি” অভিযোগ করেছে, নেসকো (NESCO) কর্তৃপক্ষ তাদের পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গ করে গোপনে নতুন করে প্রিপেইড মিটার স্থাপন শুরু করেছে।
কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুব আল হাসান শনিবার এক বিবৃতিতে বলেন,
“নওগাঁবাসীর সাথে এটি একটি সরাসরি প্রতারণা। নেসকো ও প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, গণশুনানি না হওয়া পর্যন্ত কোনো নতুন প্রিপেইড মিটার বসানো হবে না। কিন্তু সেই কথা রাখেনি তারা—বরং গোপনে আবারও মিটার বসানো শুরু করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ গ্রাহকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকের অভিযোগ, রিচার্জ করেও সময়মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, ব্যালান্স অকারণে দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এবং অনেক নিম্নআয়ের পরিবারকে ঘন ঘন রিচার্জ করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
গ্রাহকরা বলছেন, এই মিটার চালু হওয়ার পর বিদ্যুৎ বিলের পরিমাণ বেড়ে গেছে এবং অনেক সময় প্রযুক্তিগত সমস্যার কারণে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, যা শিশু ও বৃদ্ধদের জন্যও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।
নওগাঁ বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটি দাবি করেছে—
প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে, পূর্ব প্রতিশ্রুত গণশুনানি দ্রুত আয়োজন করতে হবে, এবং বিদ্যুৎ বিল ও সার্ভিসের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
কমিটির আহ্বান, “প্রশাসন প্রতিশ্রুতি রক্ষা না করলে জনগণ শান্তিপূর্ণভাবে মাঠে নামতে বাধ্য হবে।”
এ বিষয়ে নেসকো নওগাঁ অফিসের একজন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“প্রিপেইড মিটার স্থাপনের কাজ নেসকোর কেন্দ্রীয় প্রকল্পের অংশ। গ্রাহকদের সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এটি করা হচ্ছে। তবে যারা অভিযোগ করছেন, তাদের সমস্যা আমরা যাচাই করে দেখব।”
এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে আলোচনা সভা বা গণশুনানির ব্যবস্থা করা হবে।
প্রিপেইড মিটার ইস্যু নিয়ে নওগাঁয় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জনগণের মতামত না নিয়ে এমন প্রকল্প বাস্তবায়ন করলে তা জনআস্থা কমিয়ে দেবে।
সারাদেশ
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন নিয়ে ক্ষোভ, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা