আনোয়ার হোছাইন : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের উদ্যোগে ও কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক নিরাপত্তা বিষয়ে নানা দিক তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন ও সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফ। এছাড়া কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দও বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “নিরাপদ সড়ক গড়তে হলে চালক ও পথচারী—উভয়ের সচেতনতা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট পরিধান এবং নিরাপদ গতিতে যানবাহন চালানোই দুর্ঘটনা কমানোর মূল উপায়।”
সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. কামরুজ্জামান বলেন, “সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব। আমরা চাই শিক্ষার্থীদের মধ্য থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরি হোক।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সাইন, লিফলেট ও প্রসপেক্টাস বিতরণ করা হয়।
এর আগে শহরের কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও উমিদিয়া জামেয়া ইসলামিয়া মাদরাসা সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।