খেলাধুলা

গাজিরচট এ এম  উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

গাজিরচট এ এম  উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

ইউসুফ আলী খান : ৫২ তম আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা অধিদপ্তরের গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগীতা ২০২৫ চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে জাতীয় পর্যায়ে (বাংলাদেশ)   চ্যাম্পিয়ন হয় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার অন্তর্গত গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ।

রবিবার (২৬ অক্টোবর)  বেলা ১১ ঘটিকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠের অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম বিভাগকে ১-০ গোলে পরাজিত করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে  গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এসময় গাজীরচর আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন বলেন, "আমাদের স্কুল থেকে প্রথমে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, পরে জেলা পর্যায়ে এবং পরবর্তীতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে পদ্মা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়ে ফুটবলে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। জাতীয় পর্যায়ে এসে আমাদের স্কুল এন্ড কলেজের খেলোয়াররা তাদের জয়ের দ্বারা অব্যাহত রেখে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  খেলার কোচ যারা আছেন তাদের নানা কৌঁশলে অনুশীলণ করা এবং ছেলেদের অক্লান্ত পরিশ্রম করে অনুশীলণ করার ফলেই আজকে আমাদের এই অর্জণ। এই অর্জণ শুধু আমাদের একা নয়, এটা পুরো আশুলিয়া, সাভারবাসীসহ ঢাকা বিভাগ তথা পুরো দেশবাসীর অর্জন।

এসময় তিনি আরো জানান,"স্কুলের খেলোয়াড় যারা রয়েছেন তাদের সকলকেই বিনা বেতনে অধ্যয়ন করানো হয়। খেলাধূলার পাশাপাশি লেখাপড়া বিষয়েও জোর দেওয়া হয়।