আব্দুল মান্নান সিদ্দিকী : সুজলা সুফলা শস্য শ্যামলা, খাল বিল ,পুকুর নদ-নদী বঙ্গোপসাগরকে নিয়ে আমাদের বাংলাদেশ ।
দেশের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকগণ ছুটে আসেন নদ-নদী সমুদ্র বন্দরে ।
বাংলাদেশ ষড়ঋতুর দেশএদেশে রয়েছে রয়েছে ফলজ বনজ পরিবেশ শীতকালে বিভিন্ন দেশে হতে ছুটে আসতো অতিথি পাখি এখনো স্বল্প সংখ্যক অতিথি পাখি এসে এসব বনজ বাগানে আশ্রয় নেয় ।
পূর্বে যখন অতিথি পাখিদের আগমন ঘটতো তখন অতিথি পাখিরা যে এলাকা দিয়ে আকাশে উড়তো তখন পাখিদের পাখার সু সু শব্দে মুখরিত পরিবেশের সৃষ্টি হতো শেষ সব এলাকা
জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন এর কারণে অতিথি পাখিদের আগমন কম হলে ।
বর্তমানে বনজ এলাকায় এ দেশীয় পাখিদের কল কলানি শব্দ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ।
এছাড়া এরা দলবেঁধে বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে বেড়ায় এমনি একটি দৃশ্য দেখা যায় মুন্সীগঞ্জের শ্রীনগর কেন্দ্রীয় চকবাজার মসজিদের সংলগ্ন ব্রিজের বৈদ্যুতিক তারে
সূর্যোদয়ের পর পরই এদের আগমন ঘটে ।
প্রত্যক্ষ দর্শীরা জানান ,পূর্বে গ্রাম অঞ্চলের মানুষের ঘুম ভাঙতো ভোররাতে দেশীয় মোরগের ডাক,বাগানে শিয়ালের কাক্কা হুয়া ও পাখিদের কিচিরমিচির শব্দে এখন সেই শব্দ পাওয়া যায় তবে তুলনা মূলক কম ।
তারা আরো জানান , প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে ,মনে শান্তি উপভোগ করতে হলে , বিশুদ্ধ বায়ু পেতে এখনো গ্রাম অঞ্চলের বিকল্প নেই ।
এখনো গ্রামের বায়ু স্বাস্থ্যোপযোগী।
শহরের বায়ুতে যানবাহনের ধুলি বালিতে কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ বেশি ।
বায়ুদূষিতর ফলে শহরে বসবাসরত মানুষেরবসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘটছে স্বাস্থ্যগত অবনতি তাই শহরবাসীরা বিশুদ্ধ বায়ু গ্রহণকরতে ছুটে আসেন নিজ বাড়িতে ।
অনেকে শীতকালে দেশি ও অতিথি পাখি ধরে ভক্ষণ করে।
শীত আসন্ন তাই পাখি ধরে ভক্��
সারাদেশ
শ্রীনগরে দেশি পাখির কলরবে ভোরের পরিবেশ মুখরিত