এরফান আলী, ফরিদপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত প্রার্থীরা হলেন— ফরিদপুর-২ আসনে শ্যামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল।
তবে ফরিদপুর-১ আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা প্রকাশের পরপরই ফরিদপুর জুড়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যায়ের নেতারা একে “গণমানুষের প্রত্যাশার প্রতিফলন” বলে মন্তব্য করেছেন।
বিএনপি সূত্রে জানা যায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ঘোষিত প্রার্থীরা শীঘ্রই নিজ নিজ এলাকায় জনসংযোগ ও গণসংলাপ শুরু করবেন। অপরদিকে, ফরিদপুর-১ আসনের প্রার্থী ঘোষণা নিয়ে জেলায় চলছে নানা জল্পনা-কল্পনা।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, “দল যেভাবে প্রার্থী নির্বাচন করেছে, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত— আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো।”
ফরিদপুরে প্রার্থী ঘোষণার পর থেকে কর্মী-সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তাও প্রকাশ করেছেন।