রাজনীতি

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়নের পুনর্বিবেচনার দাবীতে শ্রীনগরে এক মঞ্চে বিএনপির মীর সরফত আলী সপু, মমিন আলী ও ধীরেন এর সমর্থনকারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার ৫ নভেম্বর সকাল সাড়ে ১১ টায়  শ্রীনগর উপজেলা মোড় থেকে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে  ডাকবাংলো মোড় এসে শেষ হয়।
এ সময় কর্মী-সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সমর্থক এবং  মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব  মমিন আলীর সমর্থসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে দলীয় উচ্চ পর্যায়ের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানান উপস্থিতি বক্তারা।

বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে যারা মাঠে-মানুষের মাঝে থেকে দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন,হামলা মামলার শিকার হয়েছেন।বাড়ি ছাড়া হয়েছেন তাদের উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কর্মীরা হতাশ হবে। দলীয় ঐক্য রক্ষায় যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা সহস্থান ত্যাগ করে চলে যান।