মান্নার মিয়া : “মানবতার পথে ঐক্য—নেশামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে মধুপুর মানব সেবা পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোহাম্মদ নেজাবুল ইসলাম এর “আন্তঃবাস ও সড়ক ভ্রমণ–২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।
৫ দিনব্যাপী এ ভ্রমণ কর্মসূচি ১৭ অক্টোবর সুনামগঞ্জ থেকে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন জেলা অতিক্রম করে ২১ অক্টোবর যশোরে গিয়ে শেষ হয়। পুরো ভ্রমণকাল জুড়ে সংগঠনের পক্ষ থেকে ধূমপান, মাদক, পরিবেশ দূষণ ও দুর্নীতি বিরোধী সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
এই ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগের নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সুনামগঞ্জ জেলার বিশিষ্ট স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকর্মী এবং দিরাই উপজেলার গর্বিত সন্তান মোঃ নেজাবুল ইসলাম।
ভ্রমণ চলাকালে বিভিন্ন জেলা শহর ও জনবহুল স্থানে সচেতনতামূলক ব্যানার প্রদর্শন, লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা এবং জনসচেতনতামূলক আলাপচারিতা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষকে নেশামুক্ত, দুর্নীতিমুক্ত ও পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করা হয়।
সভাপতি মোঃ নেজাবুল ইসলাম বলেন—“যে সমাজে নৈতিকতা ও সচেতনতা বিকশিত হয়, সে সমাজেই প্রকৃত মানবসেবা সম্ভব। ধূমপান, মাদক, পরিবেশ দূষণ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখন সময়ের দাবি।
ভ্রমণ শেষে অংশগ্রহণকারী মোঃনেজাবুল ইসলাম জানান, “মধুপুর মানব সেবা পরিষদ”-এর এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সামাজিক পরিবর্তনের পথে এক শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে।
বিশেষ প্রতিবেদন
দেশজুড়ে মানবতার বার্তা ছড়াল মধুপুর মানব সেবা পরিষদ