মোঃ মিজান : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে মানববন্ধন ও৷ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর ২ঘটিকার সময়ে লোহাগাড়া সর্বস্তরের জনসাধারণ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হতে আমিরাবাদ স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের জীবনরেখা। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচলের ফলে সড়কটি এখন মারাত্মক যানজট ও দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছে। দুই লেনের এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এতে প্রাণহানি ও জনভোগান্তি বেড়েই চলছে।
বক্তারা আরও বলেন, দেশের অন্যতম পর্যটন জেলা কক্সবাজারে নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে হলে এই মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। সরকার দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো মহাসড়ক ৬ লেনে রূপান্তরের প্রকল্প বাস্তবায়ন করুক।
তারা আরও জানান, এই সড়ক দক্ষিণ চট্টগ্রামের শিল্প, বাণিজ্য ও পর্যটনের প্রাণকেন্দ্র। তাই এর উন্নয়ন শুধুমাত্র এক এলাকার নয়, বরং সারাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জড়িত। বক্তারা মহাসড়কের উন্নয়নকাজে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় সামাজিক, ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।