নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ অক্টোবর) সকালে হিলির ২৮৫ নম্বর মেইন পিলারের নিকটবর্তী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবির সূত্রে জানা যায়, আটক ব্যক্তি সীমান্ত এলাকা পেরিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।
তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে হিলি বিওপি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তা বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়। এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”