সাহিত্য ও সংস্কৃতি

চুরি বিদ্যা তেমন বিদ্যা । । শামীমা আক্তার

চুরি বিদ্যা তেমন বিদ্যা  । ।  শামীমা আক্তার

  চুরি বিদ্যা তেমন বিদ্যা
   -------------* * ------------

চোরে চোরে মাসতু'তো ভাই
     বুদ্ধিতে খুব পাঁকা,
 বিমান থেকে চুরি করছে
     মাত্র দশটি- চাকা।

  চুরির বিদ্যা তেমন বিদ্যা
    শুনো শাস্ত্রের কথা,
 চোর কখনো শুনে না ভাই
       ধর্মাবতার কথা।

  চোরে চোরে ছেঁয়ে গেছে 
     স্বর্গ সামিল দেশটা,
জানি না তাহ্ কোথায় গিয়া
    কি হবে তার শেষটা?

  একটা চোরে বিয়া করে
   আরেক চোরের শালি,
মোর মৃতিকায় ত্যামনি করে
   মোরাই কি চোর পালি!

 দূর্নীতি বাজ পাঠশালা'তে
       সেরা ছাত্র- যারা,
 মসজিদ মন্দির ধর্ম শালে
      প্রথম সারির তারা।

 মোর মৃতিকার সরল মানুষ 
      বুঝবে কেমন করে?
  মানুষ সেবার নামে মানুষ 
      সোনার হরিণ ধরে!

 মোদের দেশে রাজার চোখে
      পড়ছে যখন ছানি,
 দেখে না সে প্রজার চোখে
        নিপীড়নের পানি।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
    কলমে শামীমা আক্তার