আইন ও বিচার

লোহাগাড়ায় সেনা অভিযানে নারী মাদক কারবারি আটক, ইয়াবা ও নগদ উদ্ধার

লোহাগাড়ায় সেনা অভিযানে নারী মাদক কারবারি আটক, ইয়াবা ও নগদ উদ্ধার

মোঃ মিজান : চট্টগ্রামের লোহাগাড়ায় সেনা ক্যাম্পের অভিযানে এক নারী মাদক কারবারিকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা তাকে আটক করেন।
আটকৃত আসামি হলেন,মনোয়ারা বেগম (২৯) স্বামী মোঃ জসিম উদ্দিন, চাকফিরানি, বড়হাতিয়া। 
অভিযানে তার কাছ থেকে ৩০৩২পিস ইয়াবা নগদ ৫৫১৮২ টাকা ও ব্যবহৃত ১টি মোবাইল  উদ্ধার করা হয়। আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তার মাধ্যমে এলাকায় তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছিল।
অভিযানের বিষয়ে সেনা সূত্র জানায়, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে এবং কেউই ছাড় পাবে না। আটক নারীকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা সেনা সদস্যদের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন