সারাদেশ

মাদকের বিরুদ্ধে সচেতন হই — বাঁচায় প্রজন্ম, বাঁচায় জীবন

মাদকের বিরুদ্ধে সচেতন হই — বাঁচায় প্রজন্ম, বাঁচায় জীবন

মোঃ আহসানুজ্জামান : দিনাজপুরে ইনসাফ মানব কল্যাণ সোসাইটির র‍্যালি ও সমাবেশ, 

দিনাজপুর জেলার ১ নং চেহেলগাজী ইউনিয়ন, গোপালগঞ্জ বাজার এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগে ইনসাফ মানব কল্যাণ সোসাইটির সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বয়ে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা দেশের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন,

"মাদক কেবল ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। সচেতনতা ও প্রশাসনিক সহযোগিতা ছাড়া দেশের প্রজন্মকে বাঁচানো সম্ভব নয়।"

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাকার্ড ও ব্যানার বহন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজনকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা ও সুস্থ, নৈতিক সমাজ গঠন সম্ভব হবে।