খেলাধুলা

তরুণ প্রজন্মের ক্রিকেটারদের পাশে থাকার অঈিকার এন আর বি ব্যাংক পিএলসি।

তরুণ প্রজন্মের ক্রিকেটারদের পাশে থাকার অঈিকার এন আর বি ব্যাংক পিএলসি।

জিএম স্বপন মাহমুদ ।। কর্পোরেট সামাজিক দায় বদ্ধতা C S R.কার্যক্রমের অংশ হিসেবে তরুণ ক্রিকেটারদের বিকাশ ও দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে এগিয়ে এসেছে এন আর বি ব্যাংক পিএলসি।২৮ শে আগস্ট রোজ রবিবার রাজধানীর গুলশান কর্পোরেট ব্রাঞ্চে এক অনুষ্ঠানে মধু বাগ ডেভলপমেন্ট একাডেমির উদীয়মান ক্রিকেটারদের জন্য আনুষ্ঠানিকভাবে স্পন্সর সিপ প্রদান করা হয়। এ সহযোগিতার মাধ্যমে একাডেমির তরুণ খেলোয়াড়রা পাবেন আধুনিক প্রশিক্ষণ,প্রয়োজনীয় দিক নির্দেশনাএবং নিজেদের প্রতিভা আরো সানিত করার  সুযোগ। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানো ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যোগ্যতা প্রদর্শনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেটিজনরা আশা করছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন আর বি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রদান নির্বাহী কর্মকর্তা জনাব,মোঃ তারেখ রিয়াজ খান,উপব্যবস্থাপনা পরিচালক জনাব,মোঃ শাহীন হাওলাদার, জনাব মোঃ আলী আকবর ফরাজি, জনাব, মোঃ আনোয়ার উদ্দিন, জনাব,মোঃ রাশেদুল হুদা,রিটেইল ব্যাংকিং প্রদান জনাব,মোঃ রেজাউল শাহরিয়ার, এবং ব্রাঞ্চ ব্যাংকিং প্রদান জনাব,মোঃ তৌফিকুল আলম চৌধুরী,মধু বাগ স্পোর্টস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা জনাব মোঃ মোস্তফা কামাল এবং পরিচালক বৃন্দ, জনাব,মোঃ দ্বীন ইসলাম ও জনাব মোঃ রাহাত আহমেদ খান প্রমূখ।