স্বাস্থ্য ও লাইফস্টাইল

শ্রীনগরে মৃদু শীত কুয়াশাচ্ছন্ন পরিবেশ রাস্তাঘাট ফাঁকা চায়ের দোকান ক্রেতাশূন্য

শ্রীনগরে মৃদু শীত কুয়াশাচ্ছন্ন পরিবেশ রাস্তাঘাট ফাঁকা চায়ের দোকান ক্রেতাশূন্য

আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সিগঞ্জের শ্রীনগরে ২১ ডিসেম্বর২০২৫ সকাল হতে মৃদু শীত,  কুয়াশাচ্ছন্ন  ও  সূর্যের আলো আর আঁধারের খেলায় সকাল হতেই রাস্তাঘাটে 
 জন চলাচল কম দেখা যায়  । 
শীত ও কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে  রাস্তা ছিল একেবারে ফাঁকা ।
বাজারে  দোকান পাটে ও চায়ের দোকানে প্রয়োজন ছাড়া অল্প সংখ্যক ক্রেতাদের  উপস্থিতি লক্ষণীয় ।
সন্ধ্যার পরে শীতের তীব্রতা বাড়লে  রাস্তাঘাট ও চায়ের দোকানে জনশূন্য হয়ে পড়ে ।
 অটোরিকশা চালক হাবিব ভূঁইয়া  জানান,সূর্য আলো কম, কুয়াশা ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মৃদু শীত  হাওয়াই যাত্রীদের উপস্থিতি কম ।
প্রতিদিন যেখানে আটশত  হতে  এক হাজার টাকা আয় হয় সেখানে আজ সারাদিন চারশত টাকা আয় করতে পারেননি ।
 মুদি দোকানি রতন জানান,সারাদিন টুকটাক বিক্রিয়  হলেও সন্ধ্যার পরে ক্রেতা শূন্য ।
,চা দোকানি  মনির   জানান , সন্ধ্যার  পূর্বে চা দোকানে ক্রেতাদের উপস্থিত থাকলেও সন্ধ্যার পর ক্রেতা শূন্য হয়ে যায়।