চুরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তদন্ত চলছে,
গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।