রাজনীতি

‘সচিবালয়ে ডিসি–এসপি ভাগাভাগি চলছে’ — অভিযোগ এনসিপির

‘সচিবালয়ে ডিসি–এসপি ভাগাভাগি চলছে’ — অভিযোগ এনসিপির

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ–পদায়নে অনৈতিক লেনদেনের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা কামনা করেছে এনসিপি নেতারা। 

আসন্ন জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনে ডিসি–এসপি পদায়ন নিয়ে অনৈতিক লেনদেন ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, সচিবালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়োগ ও বদলিকে ঘিরে “অপ্রীতিকর ভাগাভাগি” চলছে, যা নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব অভিযোগ তোলেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মাহবুব হোসেন বলেন,

“আমরা জানতে পেরেছি, সচিবালয়ে এখন ডিসি ও এসপি পদায়ন নিয়ে নানাভাবে লেনদেন চলছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে দলীয় পছন্দের ভিত্তিতে। এভাবে চললে নির্বাচনের নিরপেক্ষতা ব্যাহত হবে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের একটাই প্রত্যাশা—নিরপেক্ষতা বজায় রাখা ও সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান বাবু, ঢাকা মহানগর উত্তর সভাপতি নূর আলম সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে যে ধরনের রদবদল চলছে, তা স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া জরুরি।

এনসিপি নেতারা আরও দাবি করেন, যদি প্রশাসনিক নিয়োগে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি বন্ধ না করা যায়, তবে নির্বাচনের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে।