স্বপ্না শিমু ।। বাংলাদেশ দূতাবাস, আম্মানে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’- ২০২৫ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের শুরু হয় মান্যবর রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে। এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, জর্ডানস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
দিবসটির তাৎপর্যের উপর বিশেষ আলোচনা পর্বে মান্যবর রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সব শেষে বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
বিশ্ব খবর
আম্মানে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’- ২০২৫ উদযাপিত হয়েছে