স্বাস্থ্য ও লাইফস্টাইল

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি:

'নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ি' এই প্রতিপাদ্যকে ধারণ করে নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিমাসে প্রথম কর্মদিবসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর শুরু হয় পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান প্রধান অতিথি হিসাবে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা চাই একটি সুস্থ-সুন্দর ও ডেঙ্গুমুক্ত আত্রাই।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা।

আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।