স্বাস্থ্য ও লাইফস্টাইল

বীরগঞ্জে একতা ক্লিনিকের সাংবাদিক সম্মেলন: আইন-প্রশাসন ও সর্বস্তরের সহযোগিতা চাওয়া

বীরগঞ্জে একতা ক্লিনিকের সাংবাদিক সম্মেলন: আইন-প্রশাসন ও সর্বস্তরের সহযোগিতা চাওয়া

রনজিৎ সরকার রাজ : গতকাল ১২ অক্টোবর রবিবার সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয় হলরুমে একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালু করার পক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সাংবাদিক সম্মেলনে যৌথ মালিকানাধীন বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন বহুল পরিচিত, স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান, "একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার"-এর মালিকগন বলেন, তারা তাদের অতীতের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য আইন-প্রশাসন ও সর্বস্তরের মানুষের নিকট আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করেন। 

দুঃখ প্রকাশসহ অঙ্গিকার করেন যে, ক্লিনিক চালুর পর থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, মানসম্মত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারসহ সুদক্ষ প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের দ্বারা ব্যবসায়ীক কর্মকান্ড তথা প্রসূতি অপারেশন করাবেন। যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে সজাগ থাকবেন। 

তারা বলেন আমরা অনুতপ্ত, ক্লিনিকেও নয় মেডিক্যাল কলেজে নেয়ার পর এক প্রসূতি মৃত্যুর ঘটনায় সীমাহীন হয়রানি এবং বিপুল পরিমান আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। 

আমরা কয়েক মাস যাবত ক্লিনিকে কর্মরত নার্স, আয়া ও কর্মচারীগনসহ মানবেতর জীবনযাপন করছি । 

ইতোমধ্যে একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনার জন্য লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্রাদি হালনাগাদ করা হয়েছে।

তাই খুব শিঘ্রই আমাদের একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে পুর্বের ন্যায় কর্মক্ষম করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন সঙ্গে ছিলেন অপর দুই পার্টনার জিয়াউর রহমান জিয়া ও সোহেল রানা।