রাজনীতি

বাগেরহাট-১ আসনে জামায়াত প্রার্থী মনজুরুল হক রাহাদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন

বাগেরহাট-১ আসনে জামায়াত প্রার্থী মনজুরুল হক রাহাদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন

মাসুম বিল্লাহ : বাগেরহাট-১ (বাগেরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ( বাগেরহাট জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি) শেখ মনজুরুল হক রাহাদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখা।

সভায় উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী জনগণের দোয়া ও সমর্থন পাবেন।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ। তিনি বলেন, “আমরা চাই একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত সমাজ। ইসলামি আদর্শের ভিত্তিতে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা হবে সর্বক্ষেত্রে।”

মূল আলোচনায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনজুরুল হক রাহাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “আমি রাজনীতিকে দেখি জনগণের সেবা হিসেবে। যদি বাগেরহাট-১ আসনের জনগণ আমাকে সংসদে পাঠান, তবে আমি বেকার সমস্যা সমাধানে শিল্প-কারখানা স্থাপন, কৃষির আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, “বাগেরহাটে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা সময়ের দাবি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি শিক্ষা খাতের আধুনিকায়ন, শিক্ষকদের প্রণোদনা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।”

মনজুরুল ইসলাম রাহাদ বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করা হবে। সর্বোপরি, কোরআনের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য - ইনশাআল্লাহ।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নির্বাচনী ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা, তরুণদের ভূমিকা এবং জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থী মনজুরুল ইসলাম রাহাদ প্রতিটি প্রশ্নের উত্তর ধৈর্যসহকারে দেন এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানান।

সভায় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি শাহজাদা হাশেমী, বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের 

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবিউল ইসলাম, জামায়াতের রোকন সাবেক উপজেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, যুব বিভাগের সভাপতি কামরুল হাসান সহ জামায়াতের নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিকদের মাঝে অংশগ্রহণ করেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ্ ফারুক, কোষাধক্ষ্য ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান শিকদার, সাংবাদিক মোঃ মাকসুদ আলম, শফিউল আজম নিশান, কে এম মাহামুদুল হক, মোঃ লিটন শেখ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জামায়াতের উপজেলা যুববিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম।