মনিরুজ্জামান : কার্তিক মাসে বৃষ্টির মাত্র একদিন আগে পাকা ধান কেটে ক্ষেতে বিছিয়ে রাখে শুকানো জন্য কৃষক।
কিন্তু ভাগ্যর কি পরিবর্তন টানা কয়েকটি দিন বৃষ্টি হলেও পরেছে কৃষকের মাথায় হাত।
কয়েকটি কৃষকের সাথে কথা বলে জানাগেছে বকশীগন্জ্ঞ উপজেলার চরকাউরিয়া সিমার পার কৃষক বলে আমরা কষ্ট করে ধান আবাদ করি বিভিন্ন এনজিওর মাধ্যমে ও শত কষ্ট করে আজকে দিন দিন ফশলি জমি বিক্রি হচ্ছে, এইটুকু জমি থাকা অবস্থায় আমি বিক্রি না করে জমিতে ফসল উৎপাদন করে জীবিকার তাগিদে কাজকরি।
এ বসর মনে হয় কষ্ট করে পার করতে হবে।
মহান আল্লাহ তাআলা নিয়ামত কেউ ফিরাইতে পারবেনা এটাই সত্য ।