সারাদেশ

৬ লেনের দাবিতে লোহাগাড়ায় সচেতনতায় লিফলেট বিতরণ

৬ লেনের দাবিতে লোহাগাড়ায় সচেতনতায় লিফলেট বিতরণ

মোঃ মিজান : চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ই অক্টোবর ) বিকেলে লোহাগাড়া উপজেলা সদরের বিভিন্ন স্থানে পাশাপাশি পদুয়া স্টেশনে এ লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নাগরিক সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেটে উল্লেখ করা হয়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের প্রাণরেখা। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করলেও সরু সড়কের কারণে ঘনঘন দুর্ঘটনা ও ভয়াবহ যানজটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

অতএব, জনজীবনের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এই মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি লোহাগাড়ায় মহাসড়ক ৬ লেনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন প্রচারণা কার্যক্রম জোরদার হয়েছে, যা এলাকাজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে  উপস্থিত জনতা বলেন, এই মহাসড়ক শুধু দক্ষিণ চট্টগ্রামের নয়, এটি জাতীয় স্বার্থের একটি সড়ক। তাই জনগণের প্রাণ ও দেশের অর্থনীতির স্বার্থে অবিলম্বে ৬ লেন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

স্থানীয় জনগণও এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ৬ লেন বাস্তবায়ন হলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা হবে আধুনিক ও নিরাপদ।