রাজনীতি

ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় নলতায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় নলতায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

মোঃ আরাফ (কালিগঞ্জ), সাতক্ষীরা ৩ নভেম্বর ২০২৫ : কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি নলতা বাজার এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক সাধারণ মানুষ।

বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মতো জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দেওয়া স্থানীয় নেতাকর্মীদের জন্য হতাশাজনক।”