সারাদেশ

বকশীগঞ্জে ২১ বছর পর ব্যবসায়ী দম্পতির ঘরে দুই কন্যা সন্তানের জন্মে আনন্দ

বকশীগঞ্জে ২১ বছর পর ব্যবসায়ী দম্পতির ঘরে দুই কন্যা সন্তানের জন্মে আনন্দ

 

জামালপুরের বকশীগন্জ্ঞ উপজেলার প্রতিনিধিঃ মনিরুজ্জামান।। 

অবশেষে দুই রাজকন্যাসহ নিজ গৃহে ফেরা: রনি-রিমি দম্পতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নিজ এলাকা বাসী। 

ভারতের চেন্নাই শহরে চিকিৎসা শেষে দীর্ঘ ১৪ মাস পর বন্ধু রনি ও রিমি তাঁদের দুই 'রাজকন্যা' সন্তানকে নিয়ে অবশেষে নিজেদের বাড়িতে ফিরলেন! 

দীর্ঘ ২১ বছরের সংসার জীবনের পর দুই রাজকন্যাসহ নিজ গৃহে ফেরা এই মুহূর্তটি সত্যিই আনন্দের ও আবেগময়।

এই দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে যখন তাঁরা নিজেদের চেনা ঘরে পা রাখলেন, তখন সে মুহূর্তের সুখ কল্পনাও করা যায় না। রনি ও রিমিকে তাঁদের নতুন করে শুরু হওয়া এই গৃহজীবনের জন্য জানাই অনেক অনেক শুভকামনা।

নতুন করে সাজানো হোক প্রতিটি মুহূর্ত, ভরে উঠুক ঘর হাসি-খুশি আর ভালোবাসায়! 

সবাই তাঁদের জন্য দোয়া কর‌বেন যেন তাঁরা সুখে-শান্তিতে থাকেন।