জামালপুরের বকশীগন্জ্ঞ উপজেলার প্রতিনিধিঃ মনিরুজ্জামান।।
অবশেষে দুই রাজকন্যাসহ নিজ গৃহে ফেরা: রনি-রিমি দম্পতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নিজ এলাকা বাসী।
ভারতের চেন্নাই শহরে চিকিৎসা শেষে দীর্ঘ ১৪ মাস পর বন্ধু রনি ও রিমি তাঁদের দুই 'রাজকন্যা' সন্তানকে নিয়ে অবশেষে নিজেদের বাড়িতে ফিরলেন!
দীর্ঘ ২১ বছরের সংসার জীবনের পর দুই রাজকন্যাসহ নিজ গৃহে ফেরা এই মুহূর্তটি সত্যিই আনন্দের ও আবেগময়।
এই দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে যখন তাঁরা নিজেদের চেনা ঘরে পা রাখলেন, তখন সে মুহূর্তের সুখ কল্পনাও করা যায় না। রনি ও রিমিকে তাঁদের নতুন করে শুরু হওয়া এই গৃহজীবনের জন্য জানাই অনেক অনেক শুভকামনা।
নতুন করে সাজানো হোক প্রতিটি মুহূর্ত, ভরে উঠুক ঘর হাসি-খুশি আর ভালোবাসায়!
সবাই তাঁদের জন্য দোয়া করবেন যেন তাঁরা সুখে-শান্তিতে থাকেন।