মাতামুহুরীর টানে
------------------------------------
প্রকৃতির সবুজের মেলায়,
মাতামুহুরী নদীর তীরে,
সবুজের সমারোহ, নদীর জল,
মাতৃভূমির রূপে মুগ্ধ হৃদয়।
মাতামুহুরীর সাথে নিবিড় সম্পর্ক,
মায়ের মতো ভালোবাসা, হৃদয়ের গভীর। সবুজের মৃদু হাওয়া,
নদীর তীরে, বেঁচে থাকতে চাই, যুগ যুগ ধরে।
মাতামুহুরী ছেড়ে গেলেও দূরে,
ফিরবো আমি, প্রকৃতির সুরে।
সবুজের ডাকে, নদীর কুলে,
মাতামুহুরীর বুকে, থাকবো চিরকালে।
শীতের কালে খেজুরের রস,
প্রকৃতি সাজে নতুন রুপে,
আনন্দের মাঝে বড় হয়েছি,
মাতামুহুরীর মৃদু হাওয়ায় বড় করেছে।
মায়া ছেড়ে কিভাবে চলে যাবো,
না ফেরার দেশে, তাইতো ফিরে আসতে চায় আমি, বারে বারে এই মাতামুহুরী নদীর গভীর টানে।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
কলমে: ফাহিমা জন্নাত পুস্পা