শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকরা অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন, শিক্ষার্থীরা প্রতিবাদে ক্লাস বর্জন

এমপিওভুক্ত শিক্ষকরা অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন, শিক্ষার্থীরা প্রতিবাদে ক্লাস বর্জন

জুয়েল আহমেদ : সারাদেশের মতো রংপুরের তারাগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া সংক্রান্ত ও ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরাও তাদের ক্লাস বর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকরা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া, বেতন বৃদ্ধি এবং শিক্ষা ক্ষেত্রে অন্যায্য আচরণের বিরোধী ৩ দফা দাবি করছেন। তারা জানিয়েছে, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জানাতে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন করা হচ্ছে।

শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনের কারণে তারাগঞ্জের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণি বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা দাবি করছেন, সরকারের উচিত তাদের শিক্ষক ও শিক্ষার প্রতি সম্যক মনোযোগ দেওয়া।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউডিও) বলেন, “পরিস্থিতি মনিটর করা হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি।”