আরাফাত আলী।। শনিবার (৩ মে) দুপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে। সাপাহার উপজেলায় এক যুবক এবং মহাদেবপুর উপজেলায় একটি সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতদের মধ্যে সাপাহার উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কে ঘটিত দুর্ঘটনায় ২০ বছর বয়সী ফরহাদ হোসেন নিহত হন। ফরহাদ তার দুই বন্ধু রিফাত ও শিশিরের সঙ্গে মোটরসাইকেলে করে জবই বিল যাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ফরহাদ ঘটনাস্থলেই প্রাণ হারান। তার দুই বন্ধু আহত হন এবং তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মহাদেবপুর উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে, যেখানে ৪৫ বছর বয়সী আতোয়ার হোসেন একটি সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সে সময় মহাদেবপুর থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতোয়ার ঘটনাস্থলেই মারা যান। ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।