রাজনীতি

কালীগঞ্জে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এল, এস. লুকাস মিয়া : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাধীন ৮নং কাকিনা ইউনিয়নে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি'র সহ-সভাপতি এবং আদিতমারী ও কালীগঞ্জবাসীর আস্থার প্রতীক, জনপ্রিয় জননেতা রোকন উদ্দিন বাবুল মহোদয়

উক্ত সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, যুব ও ছাত্র সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন এবং দলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।