সারাদেশ

পদ্মা সেতুতে যানবাহন চলাচলে নতুন রেকর্ড

পদ্মা সেতুতে যানবাহন চলাচলে নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার : সোমবার দিনব্যাপী পদ্মা সেতুতে দক্ষিণাঞ্চলমুখী যাত্রী ও যানবাহনের চাপ ছিল দৃশ্যমান। সকাল থেকেই সেতুর উভয় প্রান্তে গাড়ির দীর্ঘ সারি বাড়তে থাকে। এতে কিছু সময়ের জন্য হালকা যানজট সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সেতু পরিচালনা বিভাগ জানিয়েছে, দিনটিতে প্রায় ৫১ হাজার যানবাহন পারাপার হয়েছে, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। যাত্রীদের অনেকে জানান, আগাম উৎসব, ব্যবসায়িক ভ্রমণ ও কর্মস্থলে ফেরার চাপেই যানবাহনের সংখ্যা বেড়েছে।

সেতুর সার্বিক চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখতে অতিরিক্ত দায়িত্ব পালন করেছে ট্রাফিক পুলিশ ও সেতু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাদের সমন্বিত তৎপরতায় যানজট দ্রুত কাটিয়ে ওঠা গেছে বলে জানা যায়।