সারাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা বাহরাইনে: বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা পুনঃচালুর অনুরোধ

পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা বাহরাইনে: বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা পুনঃচালুর অনুরোধ

নিজস্ব প্রতিবেদন : Md. Touhid Hossain, পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা, বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে বাংলাদেশি নাগরিক, পেশাজীবী এবং দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালুর অনুরোধ করেছেন।

তিনি বৈঠকে বলেন, বহিঃদেশে কর্মরত বাংলাদেশের মানুষদের জন্য ভিসা সুবিধা পুনরায় কার্যকর করা হলে বাংলাদেশের শ্রমিক, পেশাজীবী ও ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য বিশেষ সুবিধা হবে। এই উদ্যোগ দেশীয় কর্মসংস্থান, রেমিট্যান্স প্রবাহ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।

বৈঠকে দুই দেশের প্রতিনিধি ভবিষ্যৎ কৌশল ও সহায়ক পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।