নিউজ ডেস্ক: অনলাইন ভিত্তিক চ্যানেল উদ্যান টেলিভিশনের আজ ৫ বছর পূর্ণ হলো। ২০২০ সালে যখন করোনা মহামারী আকারে দেখা দিলো তখন উদ্যান টিমের পরিকল্পনায় যাত্রা শুরু করে উদ্যান টেলিভিশন। এখন পর্যন্ত বাংলাদেশসহ ৬০ টি দেশের ৫২৫ জন আন্তর্জাতিক কবি সাহিত্যিক, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী উদ্যান টেলিভিশনের অনলাইন প্রোগ্রামে যুক্ত হয়ে উদ্যান টেলিভিশনকে ও বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিমন্ডলে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আজ উদ্যান টেলিভিশনের ৫ম জন্ম দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন উদ্যান টেলিভিশনের চেয়ারম্যান তৌফিক জহুর এবং ব্যবস্থাপনা পরিচালক হাসানূর রহমান সুমন।