রুকন উদ্দিন : নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের দিগদাইর-আরামবাগ জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় আয়োজন করা হয় তিন দিনব্যাপী সীরাত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ইবতেদায়ি, মিজান, নাহবেমীর, হেদায়াতুন্নাহু, কাফিয়া শরহেজামী, শরহে বিকায়া ও জালালাইন বিভাগ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় কিতাব বিভাগের ১৪৭ জন, হেফজের ২৩০, নাজেরার ৭০, মক্তবের ৬০ জন, শিক্ষক ১৯ এবং ২ জন বাবুর্চি অংশগ্রহণ করেন।
মাদ্রাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরিফুল ইসলাম জিহাদী। বর্তমানে মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি শফিকুর রহমান রহমানি এবং বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি শফিকুর রহমান, মাওলানা কবির হোসেন ও মাওলানা রেজাউল করীম।
সীরাত প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। আজকের বিষয় ছিল— “স্বৈরাচার রুখতে পিআর পদ্ধতিতে ভোট”। পক্ষে অংশগ্রহণ করে হেদায়াতুন্নাহু বিভাগ এবং বিপক্ষে অংশগ্রহণ করে মিজান বিভাগ। প্রতিযোগিতায় বিজয়ী হয় হেদায়াতুন্নাহু বিভাগ। সেরা বিতার্কিক নির্বাচিত হন মুহাম্মদ মুরসালিন আহমদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন সাংবাদিক মামুনুর রশিদ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাউদ্দিন সালাম সহ প্রমূখ।
এছাড়াও সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দুয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা সহ অন্যান্য অতিথিবৃন্দ।