সেলিম মাহবুব : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।
শনিবার সকাল ১১ টায় মধ্য তাহিরপুর কালিবাড়ি প্রাঙ্গণে পুজা উদযাপন ফ্রন্ট আহবায়ক বাবু দেবেশ তালুকদার'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিংকু রায় এর সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বক্তব্য রাখেন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নের বিভিন্ন পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ভক্তবৃন্দ, বক্তব্য রাখেন পুজা উদযাপন ফ্রন্ট কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার আহ্বায়ক দেবেশ তালুকদার বলেন, আমরা দীর্ঘদিন পর আজ সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি, আপনারা যানেন কিছুদিন পুর্বে জেলা কমিটি কর্তৃক আমাদের তাহিরপুর উপজেলায় পুজা উদযাপন ফ্রন্ট কমিটি গঠন করে দিযেছেন, সেখানে আমাকে আহবায়ক এবং রিংকু রায়কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আমরা নবাগত হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করছি, এবং আপনাদের যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করবো। আসন্ন দুর্গাপূজা যাতে সুন্দর হয় সেদিকে সবাইকে সহযোগিতা করতে হবে।
উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন,আমরা হাওর এলাকার মানুষ হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে এলাকায় চলাফেরা করি, আপনাদের নতুন সংগঠনকে আমার এবং আমার দলের পক্ষ থেকে স্বাগত জানাই।
আমরা অতিতেও আপনাদের যে কোন সমস্যায় এগিয়ে এসেছি, ভবিষ্যতেও যে কোন সমস্যায় আমার দল আমরা আপনাদের পাশে থাকবো। আসন্ন দুর্গা পুজা আপনারা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালন করবেন সেজন্য আমার শুভেচ্ছা রইলো।
আসন্ন পুজাকে কেন্দ্র করে কোন সমস্যা মনে হলে আমাদেরকে বলবেন আমরা সকলে মিলে সর্বোচ্ছ সহযোগীতা করবো।আপনাদের নবাগত সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করি।