সারাদেশ

নাগরিক অধিকার আন্দোলন কমিটির উদ্যোগে ধর্মপাশায় সড়ক অবরোধ

নাগরিক অধিকার আন্দোলন কমিটির উদ্যোগে ধর্মপাশায় সড়ক অবরোধ

শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের ধর্মপাশায় টেকসই ও উন্নত সড়কের দাবিতে "আর নয় দুর্ভোগ-এবার চাই উন্নত সড়ক" স্লোগানকে সামনে রেখে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

২৭-১০-২০২৫ ইং (সোমবার) বেলা ১১ ঘটিকা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় ধর্মপাশার নাগরিক অধিকার আন্দোলন কমিটি এ সড়ক অবরোধ কর্মসূচির আয়োজন করে। 

নাজমুল ইসলাম তপুর সঞ্চালনায় ধর্মপাশা নাগরিক অধিকার আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক মুফতি মোল্লা মাহমুদ হাসান বক্তব্যে বলেন, ধর্মপ্রাশা থেকে গাছতলা পর্যন্ত রাস্তার দুর্ভোগ দীর্ঘদিনের। কিছুদিন পূর্বেও জনগণের চলাচলের এই দুর্ভোগের চিত্র বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ অধিদপ্তর নেত্রকোনা এবং ধর্মপাশা উপজেলা প্রশাসনের নিকট তুলে ধরলেও তারা এ বিষয়ে কোন কর্ণপাত করেন নাই। অত্র এলাকার ছাত্রছাত্রীসহ চাকুরীজীবীদের উপজেলা সদরে অটো রিক্সায় আসতে খুব ঝুঁকি নিয়ে আসতে হয়। মুমূর্ষু রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে চাইলে খুব সতর্কতা অবলম্বন করেও বিপদের ঝুঁকি এড়ানো সম্ভব হয় না। রাস্তায় বড় গর্ত থাকার কারণে অটোরিক্সা উল্টে যাত্রীদের হাত-পা কোমর ভেঙে ঘরে ফিরতে হয়। 
আমরা যখনই টেকসই ও উন্নত সড়কের দাবি করি, কর্তৃপক্ষ তখন কিছু ভাঙা ইট সড়কে দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেয়। 
তিনি বলেন, আমাদের রাজস্ব দিয়ে দেশের বিভিন্ন জায়গায় হাইওয়ে রোড হয়, কিন্তু এই রাস্তা দিয়ে দেশের বৃহৎ পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, শিমুল বাগানে ঘুরতে আসা পর্যটকরাও রাস্তার বেহাল অবস্থার শিকার হন।

ফ্যাসিস্ট সরকার হাসিনাকে আমরাই আন্দোলন করে পদত্যাগ করিয়েছি বর্তমান সরকারকে আমরাই সমর্থন করেছি আমাদের দাবি মানতে হবে ৭২ ঘণ্টার মধ্যে যদি আমরা কোন সুমিষ্ট আশ্বাস কর্তৃপক্ষের নিকট হতে না পাই তাহলে আমরা আরো কঠিন আন্দোলনের ডাক দেব 
তিনি বলেন পুলিশের ভয় ভাওতাবাজি এসব এলাকার মানুষ ভয় পায় না এই আন্দোলনের চূড়ান্ত সফলতার জন্য আমাদের প্রত্যেককে যদি অন্ধকার কারাগারে যেতে হয় আমরা যাব যদি জীবন দিতে হয় দেব, রাস্তা ছাড়বো না। 
আরও বক্তব্য দেন, আজহারুল ইসলাম দীপ্ত, সামিউল হক সৌরভ, অনিক মজুমদার, মুফতি মহসিন, মুফতি সাইফুল ইসলাম, মুফতি মুকিদ শাহ, মুফতি জুবায়ের আলম প্রমুখ। 

নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন ধর্মপাশায় সড়ক অবরোধকৃত স্থানে উপস্থিত হয়ে বলেন,
এই সড়ক পুন:নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। কিছু দিনের মধ্যে বর্তমান সড়কের মাপ অনুযায়ী নির্মাণ কাজ শুরু হবে। 
আন্দোলনকারীরা বর্তমান সড়কের চেয়ে টেকসই, উন্নত এবং প্রস্থে আরও বড় সড়কের দাবী করে এবং ৭২ঘন্টার মধ্যে নেত্রকোনা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন কে ধর্মপাশা উপজেলা প্রশাসন, সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মুখে উন্নত সড়ক নির্মাণের যদি কোন তথ্য বা রোড ম্যাপ থাকে তা উপস্থাপন করতে হবে, অন্যথায় আমাদের আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে।