আইন ও বিচার

পাইথালী বাজারের গণ-শৌচাগার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

পাইথালী বাজারের গণ-শৌচাগার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

লিটন সরকার : আশাশুনি উপজেলার পাইথালী বাজারে গণ-শৌচাগার ভেঙ্গে ফেলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯ টায় বুধহাটা টু উজিরপুর সড়কের পাইথালী বাজার এলাকায় বাজার ব্যবসায়ী, ক্রেতা ও পাশ্ববর্তী ৮/১০ গ্ৰামের সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাহামান্য কোর্টকে ভুল তথ্য দিয়ে সরকারী অর্থায়নে তৈরী শৌচাগার গুলো ভেঙে দেওয়ায় সর্বস্তরের মানুষ ফুসে উঠতে দেখা গেছে। মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহবুবল হক ডাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা পাইথালী বাজার মডেল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ বেল্লাল হোসেন, এরশাদ আলী, আহ্বায়ক মামুন গাজী, সদস্য ওলিউর রহমান, সাবেক সভাপতি খাইরুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, আনুমানিক ১৫ বছর পূর্বে সরকারি অর্থায়নে বাজারে ৪টি শৌচাগার তৈরী করা হয়। সে সময়ে অভিযুক্ত স্থানীয় বিলায়েত হোসেনের সুবিধার্থে তার ব্যক্তিগত সম্পত্তির উপর নির্মিত মার্কেট আংশিক খাশ জমির উপর হওয়ায় তৎকালীন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে সমঝোতায় সর্বসম্মতিক্রমে দুটি শৌচাগার তার মালিকানা সম্পত্তির উপর এবং অপর শৌচাগার দুটি খাশ জমির উপর নির্মানের সিদ্ধান্ত গ্ৰহন করা হয়। কিন্তু বিগত ৫ বছর পূর্বে মার্কেট মালিক বিলায়েত হোসেন পাবলিক টয়লেট গুলো উচ্ছেদের লক্ষ্য কোর্টে মামলা দায়ের করেন। এর মধ্যে মহামান্য কোর্টকে ভুল তথ্য দিয়ে এবং একই সাথে কোর্টের প্রেরিত নোটিস চেপে রেখে অবশেষে ৩ শতাধিক ব্যবসায়ী, হাজার হাজার ক্রেতা ও ৮/১০ গ্ৰামের মানুষের কথা না ভেবে কোর্টের রায়ে গত সোমবার বেলা ১১টায় প্রশাসনের সহায়তায় সঠিক মাপ যোগ না করে  প্রথমেই বাজারে খাশ জমির উপর নির্মিত শৌচাগার দুটি ভেঙে দেয়। এ ঘটনায় বাজারের মৎস্য সেটের সহস্রাধিক ঘের মালিক, ৩ শতাধীক ব্যবসায়ী ও কয়েক হাজার ক্রেতা নিত্য প্রয়োজনে বাজারে এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার মুখোমুখি হচ্ছে। মহামান্য কোর্টকে সঠিক তথ্য পরিবেশন না করে গোপেনে বাজারের অতি প্রয়োজনীয় পাবলিক টয়লেট ভেঙে দেওয়ার রায়ে মহামান্য কোর্টের সিদ্ধান্ত পূনবিবেচনা করার জন্য আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত সহস্রাধীক মানুষ। এবং এলাকার চিহ্নিত ভূমিদস্যু বিলায়েত হোসেনের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।