রাজনীতি

তিন দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সংবাদ সম্মেলন

তিন দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সংবাদ সম্মেলন

সেলিম মাহবুব : সংসদ নির্বাচনের জামানত ৫০০০ টাকা করা সহ তিন দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সংবাদ সম্মেলন করেন। আজ ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১ টায় ১০-বি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে সংসদ নির্বাচনে জামানত ৫০ হাজারের বদলে ৫ হাজার টাকা , স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোট বা সমর্থন বাতিল করা, এবং দ্বৈত নাগরিককে সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে ৬৩ শতাংশ পরিবার এখনও ভূমিহীন। তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা করার দাবি জানান। এছাড়া, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১% ভোটারের সমর্থন বা স্বাক্ষর থাকার বিধান বাতিল এবং দ্বৈত নাগরিকদের সংসদ নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানানো হয়।

"বাংলাদেশ ভূমিহীন আন্দোলন" এর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, আমরা ২০১২ সাল থেকে বিভিন্ন সময় রাষ্ট্র প্রধান সহ সংশ্লিষ্ট দপ্তরে ভূমিহীন প্রান্তিক মানুষের অধিকার আদায়ে কাজ করতেছি, ভেবে ছিলাম জুলাই গণ-অভ্যুত্থান সরকার আমাদের প্রান্তিক জনগোষ্ঠির স্বপ্ন বাস্তবায়ন করবে গণমানুষের সরকার হবে এতগুলো জীবন গেলো তারপও আমাদের সাধারণ প্রান্তিক মানুষের কোন সংষ্কার পরির্বতন হলো না। আর কৃষক ফসল উৎপাদন করে তার ন্যার্যমুল্য পায়না ব্যাংক এনজিও এর কিস্তি না দিতে পারলে তাদের কোমরে রশি বেঁধে জেলে নেওয়া হয় আর যারা ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করে তাদের কিছুই হয়না পুলিশ তাদের নিরাপত্তা দেয়।

তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১% ভোটারের সমর্থন নেয়া অনেকাংশই অসম্ভব। কেননা শক্তিশালী প্রার্থীদের ভয়-ভীতির কারণে অনেক ভোটারই স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানাতে অনীহা প্রকাশ। সব রাজনৈতিক দলগুলো যখন সংস্কার নিয়ে ব্যস্ত তখন এই নির্বাচন কমিশন স্বৈরাচার হাসিনার সব কালো আইন সাথে নিয়েই নির্বাচনের পায়তারা করছে। যার কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশগ্রহণ করেই দেশের টাকা বিদেশে পাচার করতে। তারা নির্বাচনে কালো টাকা ছড়িয়ে লেবেল প্লেয়িং ফিল্ড নষ্ট করে। এরপর নির্বাচিত হয়ে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দ্বৈত নাগরিককে অংশগ্রহণ করতে না দেয়ার দাবি জানাই।

এসব অন্যান্য নেতৃবৃন্দ বলেন, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় তারাই আমাদের বুকে গুলি চালায়। এই বৃটিশ কলোনিয়ান আইন সংষ্কার করতে হবে প্রান্তিক মানুষের জন্য আইন তৈরি করতে আমাদের সংসদে যেতে হবে, রাষ্ট্রে আমাদের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে।মানুষের রাষ্ট্রীয় মৌলিক অধিকার আমাদের যেকোনো মূল্যে আদায় করতে হবে।

বক্তারা বলেন, সরকার ভূমিহীনদের জমির অধিকার নিশ্চিতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তারা সরকারের প্রতি দ্রুত ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের আহ্বান জানান। এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সম্পাদক ছামিউল আলম রাসু, অর্থ সম্পাদক সামছউদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক মো: মহাসিন মিয়া, শাহাবুদ্দিন কবিরাজ লিটন, জিয়াউল হক সুমন, মিলি বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইবনুল সাঈদ রানা প্রমুখ।