বিশেষ প্রতিবেদন

রূপলালের ছেলে জয়, বাবার মৃত্যুর পর পুনরায় ফিরে এলো স্কুলে

রূপলালের ছেলে জয়, বাবার মৃত্যুর পর পুনরায় ফিরে এলো স্কুলে

মোঃ জুয়েল আহমেদ : গণপিটুনিতে নিহত রূপলাল রবিদাসের ছেলে জয় রবি দাসের জীবন একটি হৃদয়বিদারক কাহিনী। ১৪ বছর বয়সী জয়কে বাবার মৃত্যুর পর স্কুল ছাড়তে হয়েছিল, কারণ পরিবারে আয়ের উৎসের অভাবে তাকে বাবার পেশা, জুতা সেলাইয়ের কাজ, গ্রহণ করতে হলো। 

তবে সম্প্রতি মানুষের সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে তিনি আবারও তাঁর পড়াশোণায় ফিরে এসেছে। যে বোঝা কাঁধে ছিল, তা সে এখন বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে ফিরেছে। জয় তার ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে, এবং আশা করা যায় যে, সে তার কঠোর পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে সফল হবে।