নারী ও শিশু

পিরোজপুরে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার, মামলা দায়ের

পিরোজপুরে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার, মামলা দায়ের

পিরোজপুর প্রতিনিধি : ঘটনাস্থল: পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন ৫নং জলাবাড়ি ইউনিয়নে আরামকাঠি সাকিনস্থ বাদীর বসত ঘরের সামনে উত্তর পাশে ৩নং আসামি (দূজয় হাওলাদার এর একতালা বিল্ডিং এর ভিতর

 

 ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- গত ২৯/০৯/২০২৫ সময় আনুমানিক সন্ধ্যা ১৮:৫৫ ঘটিকায় পিরোজপুর  জেলার নেছারাবাদ থানাধীন ৫নং জলাবাড়ি ইউনিয়ন এর ৭নং আরামকাঠি ভিকটিম অদ্রীকা হাওলাদার (০৯) পিতাঃ অমৃত হাওলাদার, ঘটনার দিন ২৯/০৯/২০২৫ তারিখ ভিকটিম তার মায়ের ফোন চার্জে দেয়া থাকে পার্শ্ববর্তী দুর্জয় হাওলাদার এর বাসায় সে সন্ধ্যায় তার মায়ের ফোন আনার জন্য দুর্জয় হাওলাদার বাসায় যায়, তখন *@নয়ন,অপূর্ব,দুর্জয়* একই বাসায় অবস্থান করে, ভিকটিম যখন তার মায়ের ফোন আনার জন্য দুর্জয় দের বাসায় যায় তখন তারা তাকে একা পেয়ে গামছা দিয়ে মুখ বেঁধে তারা একে একে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে, এবং ধর্ষণ শেষে ভিকটিম কে এই বিষয় বাড়িতে না বলার জন্য হত্যার ভয় দেখায়, পরবর্তীতে আজ ০৪/১১/২০২৫ ইং তারিখে  ভিকটিম এর শারীরিক অবস্থা খারাপ হওয়াতে পরিবারে লোক তখন জিজ্ঞাসা করলে ভিকটিম ভয়ে ভয়ে সব কিছু বিস্তারিত খুলে বলে। 

এই বিষয় নেছারাবাদ থানায় একটি গণধর্ষণ মামলা হয়েছে।