বিনোদন

এমআরইউর সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ নির্বাচিত

এমআরইউর সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ নির্বাচিত

সেলিম মাহবুব : মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিসবাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন তারা।

সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ভোটগ্রহণ ও ফল ঘোষণা ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্য।

সভাপতি পদে নির্বাচিত দৈনিক যায়যায়দিনের প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম মোট ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। বিপুল ভোটে জয়ী হয়ে শাহরিয়ার নাঈম এমআরইউকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠনে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মোঃ মিসবাহ উদ্দিন। তিনি পেয়েছেন ১৩৫ ভোট। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় মিসবাহ উদ্দিন বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের অধিকার, দক্ষতা উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে ১নং সহ-সভাপতি হিসেবে জাকির ইসলাম এবং ২নং সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল এবং অর্থ সম্পাদক পদে জান্নাতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব নির্বাচিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক হিসেবে শাহিনুল নুর, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আরাফাত হোসেন হিমেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান। নতুন কমিটির নেতৃত্বে এমআরইউ আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।