বিশ্ব খবর

ভারতের মুসলিমরা হুমকির মুখে, বরদাস্ত নয় কড়া বার্তা পীর গোলাম ইস্তারশিদের

ভারতের মুসলিমরা হুমকির মুখে, বরদাস্ত নয় কড়া বার্তা পীর গোলাম ইস্তারশিদের

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। 

আজ সকালে বিশ্বের বিভিন্ন যায়গায় পালিত হয়েছে জুলুসে মুহাম্মাদি মিলাদুন্নবী। আজ পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় পালিত হচ্ছে পবিত্র মিলাদুন্নবী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব র হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি ও হিমচি মন্ডল পাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে মিলাদুন্নবী উপলক্ষে জুলুসে মুহাম্মাদি মিছিল বের করে।এই মিছিল টি বারুইপুর থানার বিভিন্ন যায়গায় পরিক্রমা করে সূর্য পুর বাজারে কাছে হাজার মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি আল্লামা গোলাম ইস্তারশিদ আল কাদেরী। তিনি বলেন যে আজ মিলাদুন্নবী উপলক্ষে জুলুসে মুহাম্মাদি র এই অসংখ্য মানুষের সামনে বলতে বাধ্য হচ্ছি যে সারা ভারতে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ হুমকির মুখে দাঁড়িয়ে আছে। তাদের জান মাল ও সম্পত্তি দখল শুধু নয়, তাদের পবিত্র মসজিদ মাদ্রাসা এবং খানকা দরগা ও গোরস্তান এবং ঈদগাঁ মাঠ কে কেড়ে নিতে চায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার চায় মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের অধিকার ও মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।তারা চায় ভারতের এস আই আর ও এন আর এস সি তৈরি করে ভারতের ভূখণ্ডে, বসবাস কারি মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে বিতাড়িত করতে।তাই ভারতের ইউ পি ও রাজস্থান এবং হরিয়ানা রাজ্যের থেকে শুরু করে আসাম প্রদেশের সরকার এই ব্যাপারে সিদ্ধ হস্ত হয়ে পড়েছে।তারা মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের উপর জুলুম ও মিথ্যা মামলা দায়ের করে জুলুম করছে। তাদের জান মালের উপর হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন ভারতের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ এর আগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই চালিয়ে দেশকে স্বাধীনতা দিয়েছিল।এই দেশ কে স্বাধীনতা দিতে গিয়ে কয়েক লাখ মুসলিম বুদ্ধিজীবি ও মাওলানা মুফতি র জীবন দিতে হয়েছিল। তাদের জীবনের বলিদানের বিনিময়ে অর্জিত আমরা স্বাধীনতা পেয়েছি।তাই আর এস এস ও তার দোসরদের হটাতে আমরা আমাদের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের সম্পত্তি রক্ষা করতে শেষ রক্ত দিয়ে লড়াই চালিয়ে যাবো। আমাদের তাড়াবার ক্ষমতা ব্রিটিশ সরকারের ছিল না। এবং কেন্দ্রীয় সরকারের নেই। আমাদের ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরো বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে পিছুপা হবনা। তিনি মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা আন্তর্জাতিক খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ এর পেশ ইমাম মুফতি মাওলানা আজিজুর রহমান সাহেব এবং হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি সদস্যরা এবং হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি মোসারফ হোসেন মন্ডল ও ইমরান হাসান মোল্লা। অবশেষে বিশ্বের সকল শান্তি প্রিয় মানুষের জন্য দোয়া করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী।।