জুয়েল আহমেদ : রংপুরের তারাগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনায় গণপিটুনিতে নিহত ভ্যানচালক প্রদীপ লাল রবিদাসের ছেলে দুলাল কুমারকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম সোমবার (২৭ অক্টোবর) দুলালকে তার নিয়োগপত্র তুলে দেন।
এই নিয়োগের মাধ্যমে দুলাল তার পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন। তিনি আনন্দের সঙ্গে জানিয়েছেন যে চাকরি পেয়ে তিনি খুব খুশি এবং সংসার চালাতে সহায়তা করতে পারবেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে দুলালের বাবা প্রদীপ এবং অপর একজন ভ্যানচালক স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন। দুলালের দায়িত্ব পালনের মাধ্যমে তার বাবার মতো এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর চেষ্টা করা হবে বলে ইউএনও জানান।