সারাদেশ

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এরফান আলী : ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে  দাফন সম্পন্ন।  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম নিবাসী মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা, এনজিও ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক, রোটারিয়ান  অলিয়ার রহমান খান (৭৮)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এশার নামাজ শেষে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম মাদ্রাসা মাঠে জানাজা শেষে শিরগ্রাম কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে তার মরদেহে রাষ্ট্রীয় সালাম প্রদান ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কেএম রায়হানূর রহমান এবং থানা পুলিশের পক্ষ থেকে এসআই সুজন বিশ্বাস। রাষ্ট্রের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এক শ্রেষ্ঠ সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান মঙ্গলবার সকাল ১১টার সময় ফরিদপুর শহরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী,আত্মীয়স্বজন ও সহযোদ্ধাকে শোকসন্তপ্ত করে গেছেন।

তার জানাজায় অংশ নেন  এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ,  বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন সর্বস্তরের লোকজন ।  তাঁর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।