মোঃ লুকাস মিয়া : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপির এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আয়োজিত ওই জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন,
> “আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক আপনি। গত ১৮ বছরে যত কর্মসূচি দিয়েছেন, আমরা কখনই ফাঁকি দেইনি। আমি আমার সন্তানের সঙ্গে ফাঁকি দিয়েছি, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে ফাঁকি দিয়েছি, শরীরের সঙ্গে ফাঁকি দিয়েছি। কিন্তু দলের সঙ্গে বেইমানি করিনি।”
এই কথাগুলো বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
জাহাঙ্গীর আরও বলেন,
> “লালমনিরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অনেক কথা হচ্ছে। এই ১৮ বছরে আমি অনেক কর্মী তৈরি করেছি। এখন যদি মনোনয়ন না পাই, তারা কোথায় যাবে? তাই বিএনপির অভিভাবক তারেক রহমানের কাছে আহ্বান, তৃণমূল নেতা-কর্মীকেই মনোনয়ন দিন।”
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবু, যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইকবাল হোসেন, বিএনপি নেতা ফারহান উদ্দিন আহমেদ পাশা প্রমুখ।