আব্দুল মান্নান সিদ্দিকী : “জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ২৮ সেপ্টেম্বর ষোলঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়।
আলোচনা সভায় জনপ্রতিনিধি, খামারী, মাঠ পর্যায়ের কর্মচারী, ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, অনেক পরিবারেই পোষা প্রাণী লালন-পালন করা হয়। কিন্তু প্রতিবছর নিয়মিত ভ্যাক্সিনেশন না করায় এসব প্রাণীর কামড় বা আঁচড়ে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই ঝুঁকির মুখে পড়তে পারে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত ভ্যাক্সিন প্রদানের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান, ভেটেরিনারি সার্জন ডা. আরিফুর রহমান এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. অপু রায়হান।
আলোচনা সভা শেষে একটি র্যালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ অফিস চত্বরে এসে শেষ হয়। পরে বিনামূল্যে পোষা প্রাণীর জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চালু করা হয়।