রাজনীতি

১ নভেম্বর থেকে মাঠে ডিসি–এসপি: শুরু নির্বাচনী দায়িত্ব ও পদায়ন প্রক্রিয়া

১ নভেম্বর থেকে মাঠে ডিসি–এসপি: শুরু নির্বাচনী দায়িত্ব ও পদায়ন প্রক্রিয়া

স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জেলা পর্যায়ে ডিসি–এসপি’দের নতুন পদায়ন শুরু; নিজ জেলা ও শ্বশুরবাড়িতে দায়িত্ব নয়—নির্দেশ সরকারি মহলের। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল ও প্রস্তুতি শুরু করেছে সরকার। নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ নভেম্বর ২০২৫ থেকে জেলা পর্যায়ে ডিসি (জেলা প্রশাসক) ও এসপি (পুলিশ সুপার) পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও পদায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের যৌথ সমন্বয়ে গঠিত বিশেষ কার্যক্রমের আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব নির্ধারণ, পুনর্বিন্যাস এবং প্রয়োজনীয় বদলি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ডিসি বা এসপি নিজ জেলা বা শ্বশুরবাড়ির জেলায় পদায়ন পাবে না, যাতে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় থাকে। একই সঙ্গে নির্বাচনী সময়কালে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম তদারকিতে তাদের ওপর বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদায়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকালীন প্রশাসনকে নিরপেক্ষ, কার্যকর ও জবাবদিহিমূলক করার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।